letra de gaibona - anila
দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো (নিয়ে নিতে পারো)
লেখা কবিতা, গাওয়া গান যত
খুঁজে দেখ না, পাবে না কেউ আমার মত
মুছে দিও না শুধু হৃদয়-ও ক্ষত
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
দিয়েছিলে যা, নিয়ে নিতে পারো
লেখা কবিতা, গাওয়া গান যত
খুঁজে দেখ না, পাবে না কেউ আমার মত
মুছে দিও না শুধু হৃদয়-ও ক্ষত
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
নিজেকে আমি বুঝিনি কখনো
ছিলেনা যখন আস নি তখনও
এলে শেখালে, অজানা যা ছিল মন
আমার মাঝে আজ আমি আলোকিত
নিজেকে আমি বুঝিনি কখনো
ছিলেনা যখন আসনি তখনও
এলে শেখালে, অজানা যা ছিল মন
আমার মাঝে আজ আমি আলোকিত
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
গাইবো না আর কোন গান তোমায় ছাড়া
লিখবো না আমি আর তুমি হীনা কবিতা
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
(গাইবো না আর কোন গান তোমায় ছাড়া)
(লিখবো না আমি আর তুমি হীনা কবিতা)
letras aleatórias
- letra de le faiseur d'anges - philippe chatel
- letra de i can survive depression - the unthrowboxes
- letra de sick - vanilla taurus
- letra de blood must have blood - pulse of nebulae
- letra de le pape (prod. psyko) - sae d.
- letra de eyes in dark corners - dusk
- letra de children of the cross - crazy lixx
- letra de a82 / rabies - inner abyss
- letra de when i kissed the teacher - various artists
- letra de pushing up daisies (love alive) - brothers osborne