
letra de tirjok - anila, fuad
তির্যক বাঁকা স্রোত
শব্দের ক্যানভাসে
দিনমান প্রিয় সুর
দখিনা বাতাসে
(কালো মেঘ) কালো মেঘ থম থম থম হয়
স্থির ওই মন চঞ্চল
জলজতর বনে দেখি
তোমারই মুখ অবিকল
আ…
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
তীব্র কাঁচা রোদ
গ্রীষ্মের ক্যানভাসে
দিনমান প্রিয় মুখ
নীলাভ আকাশে
কোলাহল জল থই থই বয়
স্থির ওই মন চঞ্চল
জলজতর বনে দেখি
তোমারই মুখ অবিকল
আ…
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
সময়ে-অসময়ে কেনো
তোমাকেই শুধু চাই
শয়নে বা স্বপনে কেনো
তোমাকেই শুধু চাই
সময়ে-অসময়ে কেনো
তোমাকেই শুধু চাই
শয়নে বা স্বপনে কেনো
তোমাকেই শুধু চাই
বুঝতে পারিনা
বলতে পারিনা
সইতে পারিনা
চাইতে পারিনা
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
আঁকাবাঁকা পথে ঝরা
পাতা বনফুলে
কান পেতে শোনা ঝিঁঝিঁ
পোকা কথা বলে
আঁকাবাঁকা পথে ঝরা
পাতা বনফুলে
কান পেতে শোনা ঝিঁঝিঁ
পোকা কথা বলে
আ…
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
ওই কলতানে বাজো এই মনে
উদ্ভাসনে সমীরণে
অনুভবেরও শূন্যতা পূরণে
অনন্ত ক্রন্দনে
letras aleatórias
- letra de langston's pen - skyzoo
- letra de sex, love, ecstasy - ilovemakonnen
- letra de all i need is you - m.a.t.
- letra de van buren boys - social club misfits
- letra de azucar y limón - campeche show
- letra de i ain't going to sleep - julian
- letra de penicillin - ej barretta
- letra de element prod. kaawn - kaawn
- letra de sam - 9th wonder & buckshot
- letra de the morning side of loneliness - buffalo sun