letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de boudi (from "dupur thakurpo") - amlaan feat. sankha subhra ghosh

Loading...

ক্যাঁয়া চিজ ভাই দিল হে বাত্তামিজ,
ফুলটু আটম বোম,
নৌটি এন্ড হটি বউটিফুল,
ধন্য জেঠুর বৌ ।

ফিগার যেন ট্রিগার দাবায়,
হচ্ছে eager মন,
36, 24, 36 এর যৌবন ।

তাই নিয়ে ঝুঁকি আর দি উঁকি
দোতলায় ।
দেখি দূরবীনে যদি কোনো
hot scene দেখা যায় ।

ও বৌদি, angel ফুরফুরি,
ও বৌদি, স্বপ্নের সুন্দরী ।
আর চিন্তা নেই আর ভাবনা নেই,
লেগে গেছে lottery ।

ভয় যদি পাও আরশোলায়,
সবাই তার সুযোগ চায় ।
আশায় আশায় কাটছে দিন,
এক ঝলকের অপেক্ষায় । – [ ২ বার ]

তাই নিয়ে ঝুঁকি আর দি উঁকি
দোতলায় ।
দেখি দূরবীনে যদি কোনো
hot scene দেখা যায় ।

ও বৌদি, angel ফুরফুরি,
ও বৌদি, স্বপ্নের সুন্দরী ।
আর চিন্তা নেই আর ভাবনা নেই,
লেগে গেছে lottery । – [ ২ বার ]

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...