
letra de o mon (from "ke tumi nandini") - amlaan feat. ishan mitra & trissha chatterjee
Loading...
শুনে যাই, শুধু শুনে যাই
আর দিন গুলো গুনে গুনে যাই।
বুনে যাই, কথা বুনে যাই
আর ভাবতে থাকি কবে তোকে শোনাই।
যত দূরে দূরে চলি, কাছে-পিঠে ঘুরে চলি
মনে হয় বলে ফেলি ভালোবাসি তোকে।
ও মন, তুই ভীষণ পাজি
ও মন, কেন হোস না রাজি
ও মন, তুই আমায় আজ দে বলে দে
ও মন, কেন অন্য রকম
ও মন, তোর চোখের ভাষা
ও মন, হয়ে ভালোবাসা দে বলে দে।
ভুলে ভরা পৃথিবীটা
যেন তোর নামেতে সত্যি হয়
আমারও তো বেঁচে থাকা তোর জন্যে
যেমন মিথ্যে নয়।
যত দূরে দূরে চলি, কাছে-পিঠে ঘুরে চলি
মনে হয় বলে ফেলি ভালোবাসি তোকে।
ও মন, তুই ভীষণ পাজি
ও মন, কেন হোস না রাজি
ও মন, তুই আমায় আজ দে বলে দে
ও মন, কেন অন্য রকম
ও মন, তোর চোখের ভাষা
ও মন, হয়ে ভালোবাসা দে বলে দে।
letras aleatórias
- letra de a long time ago - jay munly
- letra de she got caught - in hoodies
- letra de smiley - tuka
- letra de look at me - arockx
- letra de fat sweaty betty (celluloid bubble remix) - insane clown posse
- letra de vinho velho (west) - capicua
- letra de bring back the sun - john o'callaghan
- letra de lemon juice - j-primz
- letra de fuck you - jun!or
- letra de "catchiiing fiiire" - ramxdxn