letra de mor priya hobe - aloke maity
Loading...
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
মোর প্রিয়া হবে এসো রাণী,
দেব খোঁপায় তারার ফুল ।
কর্ণে দোলাব তৃতীয়া তিথির,
চৈতী চাঁদের দুল ।
কন্ঠে তোমার পরাবো বালিকা,
হংস-সারির দুলানো মালিকা ।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব,
মেঘ রং এলো চুল ।
জ্যোছনার সাথে চন্দন দিয়ে
মাখাব তোমার গায়,
রামধনু হতে লাল রং ছানি,
আলতা পরাব পায় ।
আমার গানের সাত-সুর দিয়া,
তোমার বাসর রচিব প্রিয়া ।
তোমারে ঘেরিয়া গাহিবে
আমার,
কবিতার বুলবুল ।।
letras aleatórias
- letra de canto de guerra - tarcis
- letra de departure - daydream time machine
- letra de se en ollut minä - klamydia
- letra de asfalt - todorov & cult352
- letra de capitalism gone mad - mighty sparrow
- letra de find you - mijael kerenski
- letra de медляк (закружила) - hammali & navai
- letra de 2am - saunjay
- letra de ho un problema - r4ttoboy$
- letra de erroné - kpoint