letra de borbaad- from " rajkumar" - alif & shakib khan
[verse 1]
কার জন্য ভেতর মাঝে
ওলট-পালট লাগে
কেন রে আদর-আদর
বড্ড মায়া লাগে
কার জন্য ভেতরটাতে
আকাশ পাহাড় আবেগ
কার জন্য আনন্দটা
অভিমানী মেঘ
[chrous]
কেন এ টান? ও কেন এ গান?
বোঝে না, বোঝে না মন, কী চাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
[verse 2]
তার বুকে ভোরে কাটে দিন একাকার
কেবলই আমার সে, কেবলই আমার
ভীষণ নিকট কাছে মনে পাচ্ছি
তার বুকে ভোরে কাটে দিন একাকার
[chrous]
কেন এ টান? ও কেন এ গান?
বোঝে না, বোঝে না মন, কী চাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
[pre-chorus]
কী হয়ে গেল কেউ জানে না
তাকে ছাড়া জাগতিক কিছু টানে না
কী হয়ে গেল কেউ জানে না
তাকে ছাড়া জাগতিক কিছু টানে না
[chrous]
বোঝে না, বোঝে না মন, ব্যথা পাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
ভালো বাসতে বাসতে
ভালো বাসতে বাসতে
বরবাদ হয়ে যাচ্ছি
letras aleatórias
- letra de starbucks - muze sikk
- letra de frontline - yng co
- letra de elixir the cypher - tumilz kalashnikov
- letra de a prova - puro l
- letra de bo'ee elay - בואי אלי - aviv geffen - אביב גפן
- letra de siento - brunenger
- letra de muro muro morumbi - filarmônica de pasárgada
- letra de molly - sofia zarzuela
- letra de one - tvbuu
- letra de on obsession - peter blegvad