letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de kare dekhabo moner dukkho - akhlima

Loading...

কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া

অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া

ঘর বাঁধলাম প্রাণবন্ধুর সনে
কত কথা ছিলো মনে গো
ঘর বাঁধলাম প্রাণবন্ধুর সনে
কত কথা ছিলো মনে গো
ভাঙিলো আদরের জোড়া
ভাঙিলো আদরের জোড়া
কোনজন বাদী হইয়া গো
জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া

তার অনন্ত গাছ উখারিলাম
তারে পুত্র-শোকে গালি দিলাম গো
তার অনন্ত গাছ উখারিলাম
তারে পুত্র-শোকে গালি দিলাম গো
না জানি কোন অভিশাপে
না জানি কোন অভিশাপে
এমন গেলো হইয়া গো
জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে অনল জ্বলে, জ্বলে গইয়া গইয়া

কথা ছিল সঙ্গে নিবো
সঙ্গে আমায় নাহি নিলো গো
কথা ছিল সঙ্গে নিবো
সঙ্গে আমায় নাহি নিলো গো
রাধার মন ভবে রইলো
রাধার মন, রাধার মন ভবে রইলো
জিতে মরা হইয়া গো
জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া

ঘর বাঁধলাম প্রাণবন্ধুর সনে
কত কথা ছিলো মনে গো
ঘর বাঁধলাম প্রাণবন্ধুর সনে
কত কথা ছিলো মনে গো
ভাঙিলো আদরের জোড়া
ভাঙিলো আদরের জোড়া
কোনজন বাদী হইয়া গো
জ্বলে গইয়া গইয়া

কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...