letra de kare dekhabo moner dukkho - akhlima
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
ঘর বাঁধলাম প্রাণবন্ধুর সনে
কত কথা ছিলো মনে গো
ঘর বাঁধলাম প্রাণবন্ধুর সনে
কত কথা ছিলো মনে গো
ভাঙিলো আদরের জোড়া
ভাঙিলো আদরের জোড়া
কোনজন বাদী হইয়া গো
জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
তার অনন্ত গাছ উখারিলাম
তারে পুত্র-শোকে গালি দিলাম গো
তার অনন্ত গাছ উখারিলাম
তারে পুত্র-শোকে গালি দিলাম গো
না জানি কোন অভিশাপে
না জানি কোন অভিশাপে
এমন গেলো হইয়া গো
জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে অনল জ্বলে, জ্বলে গইয়া গইয়া
কথা ছিল সঙ্গে নিবো
সঙ্গে আমায় নাহি নিলো গো
কথা ছিল সঙ্গে নিবো
সঙ্গে আমায় নাহি নিলো গো
রাধার মন ভবে রইলো
রাধার মন, রাধার মন ভবে রইলো
জিতে মরা হইয়া গো
জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
ঘর বাঁধলাম প্রাণবন্ধুর সনে
কত কথা ছিলো মনে গো
ঘর বাঁধলাম প্রাণবন্ধুর সনে
কত কথা ছিলো মনে গো
ভাঙিলো আদরের জোড়া
ভাঙিলো আদরের জোড়া
কোনজন বাদী হইয়া গো
জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
কারে দেখাবো মনের দুঃখ গো আমার বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া
letras aleatórias
- letra de dedication - poetik suspekt
- letra de should be me - inigo pascual
- letra de out of time - gaspidieyoung
- letra de on me - chris castello
- letra de noon - curdlefur
- letra de fela611 #hot16challenge2 - fela611 (aleksander felczerek)
- letra de don't blink! - eliozie
- letra de gummie gummie - yanchan
- letra de self - agression - atothet
- letra de estou sofrendo por amor - rosivaldo forte