letra de uthshorgo - aftermath
uthshorgo lyrics
[intro]
জানি সর্বনাশী কোন ঝড়ের চিহ্ন
সে তো নিরবতার প্রতিবিম্ব
অবাধে তোলপাড় করে তোলে
কেনো আগ্রাসন লাগাম ছিড়ে শীর্ণ
শুধু কবিতায় অবতীর্ণ
স্বার্থের খূটি গেড়ে।
[verse 1]
দেখি নিভু চোখে তাকিয়ে
মায়ার বাধন ছিড়ে
ফিরে যাই স্বপ্ননীড়ে
মুগ্ধতায় মোহনীয় আলোর মাধুর্য
আধোনীল রঙের দিগন্ত
জীবনের মাঝলগ্নে
স্বরলিপি আর সূরের মালা গড়ে
অমরত্ব ছোঁয়ার কোন এক মোহে
ভাগ্যের শেকড় ছিড়ে কাঁদে
আমার অদম্য উন্মাদ হাহাকার…
[chorus 1]
আমি দু‘হাত বেঁধে ধরে রাখি ঘড়ির কাঁটা
বন্ধ দরজা নয় খোলা জানালা
নিয়ে আসে আমায় নতুন ঠিকানায়
আমি শিল্পী নয় হতে চাই জাদুকর
সূরের মুর্ছনায় কাটাবো প্রহর
স্বপ্ন দেখা কি এত ভুল?
[verse 2]
কি ভীষন অভিমানের ক্ষণ
হাসিমুখে করেছি বরণ
অভিশপ্ত এ জীবন
মৌনতায় নিস্তব্ধ আঁধারে
হতাশা ঘেরা পাহাড়ে
আমি যাই হারিয়ে
ধূলোজমা নিওন স্বপ্নগুলো একে একে সবই তো ঝড়ে পরে
কিসের নেশা আমায় ভাঙ্গে চূর্ণ বিচূর্ন করে বার বার?…
[chorus 2]
আমি সৃষ্টি ক্ষুধায় জ্বলে পূড়ে ছারখার
নেই সাহস আমার পথ পেরোবার
কি করে তোমার গর্ব হব মা?
মাগো অঝর বর্ষায় মিশে যাব তোমার চোখের নোনা বৃষ্টিতে
অভিমান হয়ে ভেবো আমি পাশেই আছি তোমার।
[verse 3]
বল কি করে বেঁচে থাকব?
আমার মনের ভেতরটা মরে গেছে কত রাত ধরে ঘুমাই নি…
বিদ্রোহী রণসঙ্গীত বাজে
আমার গীটারের তাঁরে
মরে যাওয়া মনুষত্ব থেকে
প্রতিরোধ ওঠে জেগে।
[guitar solo]
[bridge]
দেখি শিয়রে দাঁড়িয়ে কে কড়া নারে
মৃত্যুর দুয়ার খুলে গেছে
সময় হলো হিসেব মেলাবার।
[chorus 1]
আমি দু‘হাত বেঁধে ধরে রাখি ঘড়ির কাঁটা
বন্ধ দরজা নয় খোলা জানালা
নিয়ে আসে আমায় নতুন ঠিকানায়
[chorus 2]
মাগো অঝর বর্ষায় মিশে যাব তোমার চোখের নোনা বৃষ্টিতে
অভিমান হয়ে ভেবো আমি পাশেই আছি তোমার।
[outro]
আমি ভোরের আলোয় চোখ মেলতে ভয় পাই
ভেজা মাটির গন্ধ নিতে ভুলে যাই
অনুভুতিগুলো যাচ্ছে মরে।
letras aleatórias
- letra de shall we gather - basciville
- letra de stockholm syndrome with being alive - jreg
- letra de cô ấy nói - ngô anh đạt
- letra de matchmaking - 703 zach
- letra de flou pt. 3 - daba
- letra de afterglow - megan davies
- letra de sundancer 21 - eagle & hawk
- letra de bagging me - elevated $horty
- letra de shy - chaseiro
- letra de biss von der 0x - sevi rin