letra de oboshad - adverb (bangladesh)
সময়ের চোরাস্রোতে কবে হারিয়ে গেছে ভুলেছি তবুও
এতো পথ চলার পরেও বাকি
কতসব স্মৃতির স্তুপে মন পড়ে থাকে, মুহূর্তগুলো
লুটে নেয়, স্থবিরতা মেখে রাখি
সময়ের চোরাস্রোতে কবে হারিয়ে গেছে ভুলেছি তবুও
এতো পথ চলার পরেও বাকি
কতসব স্মৃতির স্তুপে মন পড়ে থাকে, মুহূর্তগুলো
লুটে নেয়, স্থবিরতা মেখে রাখি
হয় কি প্রথম প্রেম এমনই?
মন থেকে কেন যায় না হাজার ধুলেও মুছে?
জেগে ওঠে পুরোনো ক্ষত আঁধার কুড়িয়ে রাত্রির মতো
ঘোলাটে অতীত অস্ফোটে
অবসাদ
জুড়ে আমার শরীরে ঝঞ্ঝার মতো
তোমার স্মৃতির পৃষ্ঠা ওলটপালট
বিষাধার
যেন চোখের কোঠরে ধ্বংসের মতো
ঘোলাটে হয়ে আসে দৃশ্যপট
অবসাদ
জুড়ে আমার শরীরে ঝঞ্ঝার মতো
তোমার স্মৃতির পৃষ্ঠা ওলটপালট
বিষাধার
যেন চোখের কোঠরে ধ্বংসের মতো
ঘোলাটে হয়ে আসে দৃশ্যপট
যদি কোনো একদিন ভোরে
চোখ মেলে দেখো আমি পাশে নেই
ভাববে কি বেঁচে গেছো তবে খুব?
চাওয়া থেকে নামলো বুঝি না চাওয়া
যন্ত্রণা তোমাকে কাঁদাবে না একা একা নিশ্চুপ
যদি কোনো একদিন ভোরে
চোখ মেলে দেখো আমি পাশে নেই
ভাববে কি বেঁচে গেছো তবে খুব?
চাওয়া থেকে নামলো বুঝি না চাওয়া
যন্ত্রণা তোমাকে কাঁদাবে না একা একা নিশ্চুপ
অধরা আলেয়ায় মিছে
অকারণ এতো ছুটে চলা কিসে
ইতি টেনে সব প্রশ্নের শেষ
জানো তুমি, আমারও জানা
একই পথে এসে মিলছে ঠিকনা
একই গন্তব্যে অবশেষ
অবসাদ
জুড়ে আমার শরীরে ঝঞ্ঝার মতো
তোমার স্মৃতির পৃষ্ঠা ওলটপালট
বিষাধার
যেন চোখের কোঠরে ধ্বংসের মতো
ঘোলাটে হয়ে আসে দৃশ্যপট
অবসাদ
জুড়ে আমার শরীরে ঝঞ্ঝার মতো
তোমার স্মৃতির পৃষ্ঠা ওলটপালট
বিষাধার
যেন চোখের কোঠরে ধ্বংসের মতো
ঘোলাটে হয়ে আসে দৃশ্যপট
letras aleatórias
- letra de daydreamers - glint
- letra de proyecto b - pura casualidad
- letra de castration mutilation - vulvodynia feat. som pluijmers
- letra de murder - vndrew mvrs
- letra de autumn leaves, me again - christian félix
- letra de knowing - yardbirds
- letra de inconsiderate - reo cragun
- letra de jangan lihat tangisku - indahkus
- letra de the distance - les gordon feat. lenparrot
- letra de holiday in hell - protector