
letra de ke tomake bashbe bhalo - adverb (bangladesh)
Loading...
কে তোমাকে
রাখবে ধরে অধরে?
অমন করে কে তোমায়
বুঝতে জানে?
কে তোমার এই
আঁধারে জ্বালবে আলো?
অমন করে কে শেখায়
বাঁচার মানে?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
কতশত চোখের জল
গাঁট বাঁধা অভিযোগ অনল
সরে যাক, যাক, ঝরে যাক বেসুরে
আগের মতন
অবিরত ব্যথার দল
খুঁজে ফেরে তোমায় অতল
সরে যাক, যাক, ঝরে যাক বেসুরে
আগের মতন
আর এভাবে কত অভিমানে যাবে পুড়ে?
আর এভাবে কত আমাকে রাখবে দূরে?
আর এভাবে কত অভিমানে যাবে পুড়ে?
আর এভাবে কত আমাকে রাখবে দূরে?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে অমন করে বাসবে ভালো?
আমার মতো কোথায় পাবে?
কে তোমাকে বাসবে ভালো?
letras aleatórias
- letra de 你我 you and me - tf家族 (tf family)
- letra de gasoline (ft. racko) - soyguy
- letra de ésse dois - ponto incomum
- letra de gegen den staat - rocko schamoni
- letra de psychic readings - my fictions
- letra de unfaithful - trill donn
- letra de fair wind - sawnboy
- letra de better to let things go - jxst gavxn
- letra de a strobelight on a dumb dancefloor - thee more shallows
- letra de rojo vivo - rick $liim