letras.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

letra de ashi ashi bole tumi - ab feat. azam khan & ayub bacchu

Loading...

আসি আসি বলে তুমি আর এলে না
আসি আসি বলে তুমি আর এলে না
সেই দিন থেকে জীবনের সাথে শুরু সাধনা

আসি আসি বলে তুমি আর এলে না

অভিমান কেন করে গিয়েছো বহুদূরে?
অভিমান কেন করে গিয়েছো বহুদূরে?
জানি না কে হারে, কে জিতে

আসি আসি বলে তুমি আর এলে না
আসি আসি বলে তুমি আর এলে না

ঝড়ে পাখি পড়ে কভু কি ফেরে নীড়ে?
ঝড়ে পাখি পড়ে কভু কি ফেরে নীড়ে?
আমিও চলেছি বহুদূরে

আসি আসি বলে তুমি আর এলে না
আসি আসি বলে তুমি আর এলে না
সেই দিন থেকে জীবনের সাথে শুরু সাধনা
আসি আসি বলে তুমি আর এলে না
আসি আসি বলে তুমি আর এলে না
আর এলে না
আর এলে না
আর এলে না
আর এলে না

letras aleatórias

MAIS ACESSADOS

Loading...