![letras.top](https://letras.top/files/logo.png)
letra de akasher nile - aarka
Loading...
আকাশের নীলে,
হৃদয়ের তুলিতে,
তোমায় এঁকে যাই
নীল বেদনায়
ও হৃদয়ের আলোয়
তাঁরার দ্বীপ জ্বেলে,
জেগে রয়েছি
তোমারি দু চোখে
যত দূরে রয়ে যাও,
আমারি হয়ে রও
তোমারি জগতে,
তোমারি হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙিনায়
সঙ্গিহীনতায়
আকাশের নীলে,
হৃদয়ের তুলিতে,
তোমায় এঁকে যাই
নীল বেদনায়
তোমার কি বা আছে দেবার
এ দু চোখে নোনা জল
বিরহের ই করুন সুরে
কেটে যায় প্রহর
তুমি তো জানবে না কখনো
কত কাছে, তুমি ছিলে
যত দূরে রয়ে যাও,
আমারি হয়ে রও
তোমারি জগতে,
তোমারি হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙিনায়
সঙ্গিহীনতায়
আকাশের নীলে,
হৃদয়ের তুলিতে,
তোমায় এঁকে যাই
নীল বেদনায়
ও হৃদয়ের আলোয়
তাঁরার দ্বীপ জ্বেলে,
জেগে রয়েছি
তোমারি দু চোখে
যত দূরে রয়ে যাও,
আমারি হয়ে রও
তোমারি জগতে,
তোমারি হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙিনায়
সঙ্গিহীনতায়
letras aleatórias
- letra de 20/20 (amelia) - hannah epperson
- letra de la nada eterna - rafael lechowski & glaç
- letra de change - it's me
- letra de holy ghost remix - lil david
- letra de pub insta - youblar
- letra de back in your head (tiësto remix edit) - tegan and sara
- letra de home sweet home - mötley crüe & chester bennington
- letra de i’ll be all smiles tonight - carlene carter
- letra de satellites - mew
- letra de subterranea - tribulation