letra de swar - 13th funeral
Loading...
tanveer nayeem
তোমার জন্যে ব্যাস্ত শহরগুলো কাঁদে
তোমার জন্যে গোধুলী আলো শেষ কণা
যা দেখে তোমার মনে কাঁদে ঝড়।
তোমার জন্যে রাজপথের নিয়ন আলোয়
তোমার জন্যে গোধূলি মিশে গেছে গভীর আলোয়
তুমি জানো না কি দেখে আমি তোমাকে
তুমি জানো নাহ গোধুলীর শেষ বিকেলে তোমাকে
হারিয়ে ফেলেছি তোমার সব
হারিয়ে ফেলেছি তোমার স্বর।।
গোধুলী তোমার
গোধুলী সবই তোমার
যেন আমি এই পথে।
তারার আলো
যেন ক্ষুদ্র ক্ষুদ্র মায়া জালে
যেমনি ছিল
লাল সবুজের ওই ল্যাম্পপোস্টে।
যেমনি ছিল তেমনই থাকুক
যেমনি ছিল তেমনই থাকুক
তোমার শেষের আলো।
ভেবো তুমি দাড়িয়ে
গিয়েছি হারিয়ে
কেন তুমিই
হারিয়ে ফেলেছি তোমার স্বর
letras aleatórias
- letra de i don't care - random hero
- letra de 1-800-idgaf - meech bold
- letra de 메리 크리술마스 (merry alcoholmas) - fishingirls
- letra de lontanodate2 - friman (ita)
- letra de loop - san mattia
- letra de yayo - phyno
- letra de i surrender - strive to be
- letra de k-pop - tone slicka
- letra de lost and found - prom (band)
- letra de sos - ashestoangels